কলারোয়ার ইলিশপুরে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়ে চন্দনপুর ফুটবল দল জয়লাভ করেছে। খেলায় ৬-২ গোলে জয়ের স্বাধ পায় চন্দনপুর।
রবিবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর হাইস্কুল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্বাগতিক দল ইলিশপুর ফুটবল একাদশের আমন্ত্রণে খেলায় অংশ নেয় চন্দনপুর ফুটবল একাদশ।
খেলার প্রথমার্ধে চন্দনপুরের ৯ ও ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাজু ও শহিদুল্লাহ দু’টি করে ৪টি গোল করেন। আর ইলিশপুরের ১১ নাম্বার জার্সি পরিহিত রাজু দু’টি গোল করেন। ফলে প্রথমার্ধে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকে অতিথি দল। দশ মিনিটের বিরতীর পর দ্বিতীয়ার্ধের খেলায় চন্দনপুরের তাহের (১২) ও সুমন (১০) একটি করে ২টি গোল করেন।
রেফারির শেষ বাশি বাঁজার সময় চন্দনপুর ফুটবল একাদশ ৬-২ গোলে জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন ইসতিহার আলম।
কিছু সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
এদিকে, চন্দনপুর ফুটবল একাদশের টিম ম্যানেজার আজম খান তার দলের খেলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]