সাতক্ষীরার কলারোয়ায় এবি আবুল বাশার (জাহাজমারী পার্ক) থেকে আবারো এক জোড়া কপোত-কপোতী আটক করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার যুগিখালী ইউনিয়নের জাহাজমারী এবি পার্ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-যশোরের বারান্দীপাড়া এলাকার জাফর শেখের স্ত্রী লাবনী আক্তার (৩২) ও কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের আক্তারুল সরদারের ছেলে আলমগীর হোসেন (২৮)
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েকমাস আগে ওই পার্ক থেকে কয়েক জোড়া কপোত-কপোতী আটক হওয়ায় ঘটনায় মামলা হয়। ওই মামলায় পার্কের মালিক স্থানীয় যুগিখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল বাশার সহ কয়েক জনের নামে মামলা হয়। ওই মামলায় জামিন নিয়ে পার্কের মালিক আবুল বাশার সংবাদ সম্মেলন করে ওই পার্ককে এতিমখানা ঘোষনা করে। এরপর থেকে কয়েকমাস ওই পার্কে বাইরের কোন ব্যক্তি প্রবেশ করতে পারতো না। কিন্তু সম্প্রতি এতিমখানা ঘোষিত ওই পার্কটিতে আবারো মেয়ে ছেলেদের নিয়ে অবৈধ কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে শনিবার স্থানীদের সংবাদের মাধ্যমে কয়েকজন সাংবাদিক জানতে পারেন ওই পার্কে আবারো অবৈধ কাজ চলছে। সাংবাদিকরা ওই স্থানে গিয়ে সত্যতা পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া মেয়ে- ছেলেকে আপত্তি অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]