লাগামহীন ভাবে করোনা ভাইরাসের প্রার্দুরভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশে সারা দেশের মত কলারোয়াতেও ১ সপ্তাহের কঠোর লকডাউন চলমান।
করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ, সেরাবাহিনী, বিজিবি, জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে একযোগে কাজ করছে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, মাস্ক পরিধান নিশ্চিত, বাজার মনিটরিং সহ নানা কাজ করছে প্রশাসন সহ জনপ্রতিনিধিরা।
এরই ধারাবাহিকতায় প্রশাসন কর্তৃক উপজেলার জয়নগর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের খেঁয়া পারাপার বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, কপোতাক্ষ নদের একদিকে কলারোয়ার জয়নগর ও অপরদিকে কেশবপুরের মেহেরপুর। দুই পাড়ের মানুষের পারাপারের মাধ্যম নৌকা। প্রয়োজন-অপ্রয়োজনে একপাড়ের মানুষ অন্য পাড়ে আসা যাওয়া দীর্ঘদিনের। সম্পর্কের বন্ধনে আসা-যাওয়া চলতে থাকে নদ পারাপারের মাধ্যমে। বর্তমানে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি যেনো দুই পাড়ের মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
সেই খেঁয়া ঘাটের একটি নৌকার মাঝি মনোরঞ্জন সরকার জানান, ‘প্রশাসনের কর্মকর্তারা খেঁয়া পারাপার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।’
তিনি ইতোমধ্যে তার নৌকা নদ থেকে তুলে উপরে উঠিয়ে রেখেছেন।
মনোরঞ্জন সরকার আরো জানান, ‘নৌকা তার একমাত্র উপার্জনের উৎস, সেটি বন্ধ মানে সংসার অচল। বেহাল দশা তার ১০ সদস্যের সংসারে। লকডাউনে আয় রোজগার বন্ধ ছেলেদেরও। নৌকা চালানো বন্ধের কারণে এই দুশ্চিন্তায় মগ্ন থাকেন সারাদিন।’
সরকারি বিধিনিষেধকে স্বাগত জানালেও সংসার চলবে কিভাবে?- এমনি প্রশ্ন রেখেছেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]