কলারোয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের সরকারি কলেজপাড়া, মাসকুড়ো মাঠ,গদখালিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিতে অসহায় মানুষের সহায়তা প্রদান করলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
এলাকাবাসী জানায়, সম্প্রতি বর্ষা সৌসুমে অবিরাম বৃষ্টিতে পৌরসভার ৩নং ওয়ার্ডেরূ সরকারি কলেজ পাড়া সংলগ্ন কিছু নিন্ম এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে কয়েকটি পরিবারের মানুষ। এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার বিষয়টি স্থানীয় আ’লীগ নেতা এনায়েত খান টুন্টুর পরামর্শে জলাবদ্ধতা নিরসনে আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের আর্থিক সহযোগীতায় গত কয়েকদিন যাবৎ ৩টি সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন সরজমিনে পানিবন্দী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পানি নিষ্কাশন কাজের সন্তোষ প্রকাশ ও অগ্রগতি বিবেচনা করে পর্যায়ক্রমে নগদ ১৫ হাজার টাকা চলমান পানি সেচ কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা মৎস্য ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, সমাজ সেবক মাগফুর রহমান, বেল্লাল হোসেন, যুবলীগ নেতা রুবেল মল্লিক, টিটু, মোবারেক হোসেনসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]