কলারোয়া সীমান্তে বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি।
তবে এ সময় কেউ আটক হয়নি।
কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার দিবাগত (মঙ্গলবার, ১১ আগস্ট) রাত ১টার দিকে কাঁকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা সীমান্তে টহলকালে ভাদিয়ালী এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করলে মালামালের বস্তা-প্যাকেট ফেলে পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত বস্তা-প্যাকেট থেকে জুতা, কসমেটিকস ও মেহেদীসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা যায়।
কাঁকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১১আগস্ট) সকাল ৭টায় ওই উদ্ধারকৃত মালামাল সিজার করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]