কলারোয়ার কাকডাঙ্গা ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউডাঙ্গা ভলিবল দল।
মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকডাঙ্গা দক্ষিণপাড়া তরুণ সংঘ ভলিবল কমিটি আয়োজিত দিনভর ৮দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ২৪-১৬ ও ২৪-২১ পয়েন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে জয় পায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা ভলিবল দল।
খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান ও কবিরুল ইসলাম।
স্কোরারের দায়িত্বে ছিলেন তৌহিদুজ্জামান ও শেরসা।
ধারাভাষ্য প্রদান করেন আসাদুল্লাহ ও ইকবাল হাসান।
বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার প্রদান করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি অধ্যাপক সানোয়ার হোসেন, কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মেম্বার শামসুর রহমান, মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম ও পলাশ, কলারোয়া নিউজ রিপোর্টার হাবিবুর রহমান রনি, খেলাধুলা প্রেমী মাসুদ রানা সোহরাব, জিসান, ইকবাল হাসান, রায়হান প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ৩৫০০ টাকা প্রদান করা হয় এবং রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি ২৫০০ টাকা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]