কলারোয়ার কাকডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করেছে চন্দনপুর।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা ফুটবল মাঠে স্থানীয় ফুটবল দলের মুখোমুখি হয় চন্দনপুর ফুটবল দল।
খেলার ২০ মিনিটে চন্দনপুরের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির গোল করে দলকে এগিয়ে নেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে চন্দনপুর দলের একটি আত্মঘাতী গোলের ফলশ্রুতিতে সমতায় আসে স্বাগতিকরা।
রেফারির শেষ বাঁশি বাজার সময় ১-১ গোলে ড্র থাকে।
রেফারির দায়িত্ব পালন করেন আলম হোসেন।
কিছু দর্শক খেলা উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]