কলারোয়া উপজেলার কাজিরহাটের কেএইচকে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটি গঠন করা হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই এডহক কমিটির নাম প্রকাশ করা হয়েছে।
আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করা আবেদনের প্রেক্ষিতে এই কমিটি অনুমোদন দিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এডহক কমিটিতে আগের কমিটির সভাপতি স ম মোরশেদ আলীকে সভাপতি করে ৪ সদ্যস্যের একটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সাধারণ শিক্ষক সদস্য সুলতানা পারভীন, অভিভাবক সদস্য মো.আব্দুর রশীদ ও প্রাধিকার বলে সদস্য সচিব হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
চিঠিতে আগামি ৬ মাসের মধ্যে (২৮ জানুয়ারি-২০২১) নিয়মিত বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নথি নং বিঅ-৬/৪৯৩০/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৮৪৯ প্রবিধানমালা ২০০৯" এর প্রবিধি ৩৯ অনুসারে এই অনুমোদন দেয়া হয়।
এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া, জেলা শিক্ষা অফিসার, সাতক্ষীরা ও সভাপতি এডহক কমিটি, কেএইচকে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]