মুজিব জন্ম শতবর্ষে কলারোয়ার কাজিরহাট ডিগ্রি কলেজ চত্বরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কলেজ চত্ত্বরে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা আমির হোসেন মুন্না, মো. রাজু, মনঞ্জুরুল সোহাগ প্রমুখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে কাজিরহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মহিনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার কবির হৃদয়, জাহিদ হাসান, সাব্বির হোসেন বাবলা, মাহবুবুর রহমান, বিল্লাল, হৃদয়, রিপনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুজিব জন্ম বর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে কলারোয়ায় এই বৃক্ষ রোপনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]