সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল মাঠ পাড়ার মোঃ আমজেত সরদারের গোয়াল থেকে বড় ২টি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
গত রাত অনুমান ২টার সময় এই চুরির ঘঠনা ঘটে বলে জানান বাড়ির পরিবারের লোকজন।
তারা জানান, এলাকায় চুরি বেড়ে যাওয়াতে গরু ছাগল পালন করে তাদের চোখে ঘুম নাই। সারাদিন খাটুনির পরে রাত ১০টার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ছাগল বের করতে গোয়ালের দরজার সামনে গেলে দেখি গোয়াল ঘরের দরজা খোলা। ভিতরে যেয়ে ২টি ছাগল ছিলো একটাও নেই। বুঝতে পারি ছাগল চুরি হয়ে গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com