কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের কুশোডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে সজিবউজ্জামান আকাশকে সভাপতি ও মোর্তজা পারভেজ কে সাধানরন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার( ১ আগষ্ট) বিকালে প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া হাইস্কুল মাঠে কমিটি গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা এ্যাড. শেখ কামাল রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এনায়েত খান টুন্টু, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ, সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) ইমদাদুল হক মিলন। নব নির্বাচিত সভাপতি সজিবউজ্জামান আকাশের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংঘের জালালাবাদ ইউনিয়ন সভাপতি আজমল হোসেন সহ কুশোডাঙ্গা ইউনিয়নের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কুশোডাঙ্গা ইউনিয়নে প্রিমিয়ার ছাত্র সংঘের নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এস,এম আলতাফ হোসেন লাল্টু, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ সংঘের উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তা ও সম্মানিত সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]