কলারোয়ায় ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’কে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় শাকদাহ প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি রাম প্রসাদ দত্ত।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউনিয়ন আ'লীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম সহ ওয়ার্ড ভিত্তিক দলীয় কাউন্সিলরগণ ও আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।
সভায় উপস্থিত দলীয় কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ও উপজেলা আ'লীগ সহ সভাপতি শেখ জাকির হোসেনের নাম সাতক্ষীরা জেলা কমিটি বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]