সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১৪২০৮০৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন কুশোডাঙ্গার ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী। আগামী ১বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী গাজীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিব আনিছুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছ সরদার, ফরিদ হোসেন, আঃ গফ্ফার, অনন্ত কুমার. আহসান হাবিব, মফিজ উদ্দীন, আলী আহম্মেদ, শেখ ফারুক হোসেন, ফরিদা বেগম, মর্জিনা খাতুন, কদবানু বেগম, উদ্যোক্তা সেলিম হোসেন, গ্রাম পুলিশ মিজানুর রহমান, দফাদার আরশাদ আলী, গ্রাম পুলিশ জামাল উদ্দীন, ছলেমান, সুব্রত কুমার, আমিরুল ইসলাম, আজারুল ইসলাম, রেজওয়ান আলী, ছমির উদ্দীন সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা হবে।
এ সময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]