কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে কেশবপুরের বরণডালি ফুটবল টিম ড্র করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বরণডালি ও কেঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু মধ্য বিরতির আগে কোন দল গোল করতে না পারেনি।
বিরতির পর ২১ মিনিটে বরণডালির ১১নং জার্সিধারি খেলোয়ার মিঠু ১টি গোল করে দলকে এগিয়ে নেন। এরপরেই কেঁড়াগাছির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শাহারুল ১টি গোল করে খেলায় সমতা ফেরান।
রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে খেলা ড্র থাকে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া।
কিছু সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন মেম্বার মহিদুল ইসলাম, কেঁড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাস্টার আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বার মুনসুর আলী বিশ্বাস, সাবেক মেম্বার তৌহিদুজ্জামান, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, হোসেন আলী, আখতারুজ্জামান আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মীর শওকত আলী, মকবুল হোসেন, জিল্লুর রহমান, ফয়সাল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]