কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ঝাউডাঙ্গার সাথে স্বাগতিকরা গোলশূন্য ড্র করেছে।
বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে ঝাউডাঙ্গা ফুটবল একাদশ বনাম কেঁড়াগাছি ফুটবল একাদশের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াররা আক্রমণ-পাল্টা আক্রমণের ভিতরে খেলতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন তোতামিয়া। তাকে সহযোগিতা করেন আশিক ও রিপন।
দর্শকদের পাশাপাশি খেলাটি উপভোগ করেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, মেম্বার মহিদুল ইসলাম, সাবেক মেম্বার মনসুর আলী বিশ্বাস, ব্যবসায়ী শওকত আলী, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, আখতারুজ্জামান আক্তার প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]