কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুন) সকালে বাজার, মসজিদ ও মন্দিরে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে, কেঁড়াগাছি সমাজকল্যাণ পরিষদ ও প্রিমিয়ার ছাত্রসংঘের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সমগ্র ইউনিয়নে সচেতনামূলক মাইকিং করা হয়েছে।
কেঁড়াগাছির কৃতি সন্তান ও খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের অর্থায়নে ওই সামগ্রি বিতরণ করা হয়।
সেসময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান, ডাক্তার মনিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, কেঁড়াগাছি সমাজ কল্যাণ পরিষদ ও সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, প্রিমিয়ার ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জামান, শামীম হোসেন, ইমরান, শরিফুল প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]