কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে পাথরঘাটাকে হারিয়ে কলারোয়ার এসপি কিংস জয়লাভ করেছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত ১৬ দলীয় নক আউট শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় এসপি কিংস ফুটবল একাদশ বনাম পাথরঘাটা একতা ক্লাব ফুটবল একাদশ এর মধ্যকার খেলা শুরুর ২২ মিনিটে এসপি কিংস ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার শিপন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার ১৭ মিনিটে এসপি কিংস ফুটবল একাদশের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মহানন্দ একটি গোল করে ব্যবধান বাড়ান। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে এসপি কিংস ফুটবল একাদশ।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও সাইফুল ইসলাম।
ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।
বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন।
শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ-সভাপতি আবু তাহের, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, মাহফুজুর রহমান নিশান, মফিজুল ইসলাম রানা, আমিরুল ইসলাম, ইউনুস আলী, গোলাম রসূল, আব্দুস সামাদ, শেখ বাবু, আলমগীর সুমন প্রমুখ।
আগামি বুধবার কেঁড়াগাছি বনাম ঝাউডাঙ্গা পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]