কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সাতক্ষীরার চুপড়িয়া জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে চুপড়িয়া বনাম কেঁড়াগাছির মধ্যে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। বিরতির পর ১০মিনিটে চুপড়িয়ার শামিম ১টি গোল করেন। ১৪মিনিটে কেঁড়াগাছির শাহাবুল ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ২২ মিনিটে খেলায় বিধিভঙ্গের কারণে চুপড়িয়া পেলান্টি পেয়ে আরো ১টি গোল করে জয়ের পথে এগিয়ে যায়।
এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে।
রেফারির শেষ বাশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে স্বাগতিকদের হারিয়ে চুপড়িয়া জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া।
কিছু সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]