কলারোয়ার কেঁড়াগাছিতে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ ও স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনা মাটি যুব কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই ফুটবল ম্যাচ শুরুর ৫ মিনিটে কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় শরিফুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। ২৫ মিনিটে ঘোনার ১১ নম্বর জার্সি ধারী খেলোয়াড় জুন একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়।
বিরতির পর খেলা শুরুর ১৭ মিনিটে ঘোনা ফুটবল একাদশ এর ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার তাজমুল একটি গোল করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়।
রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে কেঁড়াগাছি কে হারিয়ে ঘোনা জয় লাভ করে।
রেফারির দায়িত্ব পালন করেন তোতা মিয়া।
স্থানীয় অসংখ্য মানুষ খেলা উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]