কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে চন্দনপুর বনাম কেঁড়াগাছির মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। খেলা শুরুর ১৬ মিনিটে চন্দনপুরের ২১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার আশরাফুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পরে ১০ মিনিটে কেঁড়াগাছিন ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাজ ১টি, ১৪মিনিটে কেঁড়াগাছির ৮নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাসেল আরো ১টি গোল এবং ২২ মিনিটে কেঁড়াগাছির রাজ আরো ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে।
রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে চন্দনপুরকে হারিয়ে কেঁড়াগাছি জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া।
কিছু সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]