কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ২৫ ও ৩২ মিনিটে অবিবাহিত দলের স্ট্রাইকার শাহারুল দুইটি গোল করে দলকে এগিয়ে নেন। ৪৬ মিনিটে একই দলের খেলোয়ার রাজ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান।
এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণে খেললেও রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন গোল না হওয়ায় বিবাহিত দলকে ৩-০ গোলে পরাজিত করে অবিবাহিত দল জয় লাভ করে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আশিক।
স্থানীয় অনেকে খেলা উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]