কলারোয়ার উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থগিত হওয়া সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ আগামি ৩০ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে কেঁড়াগাছি ওয়ার্ড। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন।
কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থগিত কেন্দ্রটিতে মূলত স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভোটে বেশ পিছিয়ে আছেন নৌকার প্রার্থী ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্টোলাল গাইন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস) ও মারুফ হোসেন (মোটরসাইকেল)।
স্থগিত কেন্দ্র ব্যতিত অন্য ৮টি কেন্দ্রের ফলাফলে ৯৩৪ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন আনারস প্রতীক নিয়ে এসএম আফজাল হোসেন হাবিল। স্থগিত কেন্দ্রের ভোটের সংখ্যা ২১১১।
আগামি ৩০শে নভেম্বর ভোটের ফলাফলে কে হচ্ছেন ইউনিয়নের চেয়ারম্যান সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষাতে আছেন ইউনিয়ন বাসি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]