কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গা বাজারস্থ হক সাহেবের চাতালে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন "আশার আলোর" সংলালটির আয়োজন করে।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ বিন হাতেম, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক মাওলানা ওহীদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী কবিরুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, অর্থ সম্পাদক হোসেন আলী, কেড়াগাছি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন,আব্দুল গফুর, কামরুজ্জামান বকুল, নজরুল ইসলাম, রবিউল ইসলাম বাবু, মহিলা মেম্বার প্রার্থী ফাতেমা বিল্লাল, মাফিয়া খাতুনও আশার আলোর সংগঠনের সকল সদস্য বৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, আশার আলোর সাধারণ সম্পাদক সুজন হোসেন ও যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক।
এ সময় প্রার্থীরা তাদের নির্বাচনী ইজতেহার ঘোষনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]