কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নে ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার পথচলা শুরু হয়েছে। ১৬ জন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে হাফিজিয়া মাদরাসার কার্যক্রম শুরু হয়।
শুক্রবার (২৭ আগস্ট) জুম্মার নামাজের পর কেরালকাতার পূর্বপাড়া রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে প্রতিষ্ঠিত মাদরাসাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।
উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কেরালকাতা পূর্বপাড়া রাহমানিয়া জামে মসজিদের সভাপতি মাহাবুর রহমান, ইমাম হাফেজ আফাজ উদ্দিন, হাফেজ তানজিরুর রহমান, সেক্রেটারি আব্দুল আলিম, ক্যাশিয়ার সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা মনিরুজ্জামান মনি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান।
পরে বিশেষ দোয়ানুষ্ঠান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]