কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন স.ম মোর্শেদ আলী (ভিপি মোরশেদ)।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোরশেদ আলী (ভিপি মোরশেদ) কে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পাওয়ার বিয়য়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
উল্লেখ্য, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে এ পদটি শূণ্য হয়।
আগামি ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩/এ আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদন করেন মো.মোরশেদ আলী (ভিপি)'র পক্ষে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলাা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ।
মো. মোরশেদ আলী (ভিপি)এর আগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের দ্বিতীয় নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।
সম মোরশেদ আলী ভিপি বলেন,নৌকা পাওয়ার সকল কৃতিত্ব আমার কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মিদের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]