৫ম ধাপে ৫ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে কলারোয়া উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
৮নং কেরালকাতা ইউনিয়নের গ্রাম, বাজারের চায়ের দোকানের আড্ডা ভোটারদের সাথে কথা বলে এবং নৌকা প্রতীকের প্রচারের বহর ও কর্মী সমর্থকদের উৎফুল্লতা দেখে বোঝা গেল খুব ভাল অবস্থানে আছে সেখানকার নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি মোরশেদ। তিনি বর্তমান ঐ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান ও আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
গত ২০১৯ সালে চেয়ারম্যান আব্দুল হামিদের মৃত্যু পরবর্তি ২০ অক্টোবর উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং এবারেরও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সরদার আব্দুর রউপকে ১১শত ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ভিপি মোরশেদ। কিন্তু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের মতামতে বোঝা যাচ্ছে ভিপি মোরশেদ এবার আরো বড় ব্যবধানে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সরদার আব্দুর রউপকে পরাজিত করতে সক্ষম হবে। কারন গত ২০১৯ সালের উপনির্বাচনে ইউপি সদস্য পদে ভোট হয়নি তাই ভোটার উপস্থিতিও ছিল কম। এ ছাড়াও এবার নতুন ভোটারের সংখ্যা বেড়েছে বেশ। আর নতুন ভোটারদের পছন্দ নৌকা প্রতীকের প্রার্থী বলেও শোনা যাচ্ছে।
কেরালকাতা ইউনিয়নের এবারের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৭ শত ১২ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক যুব-ছাত্র লীগের নেতা, সাবেক ভিপি, ওই ইউনিয়নের ২ বারের সফল চেয়ারম্যান মো. মোরশেদ আলি (ভিপি মোরশেদ)।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিগত ইউপি নির্বাচনের পরাজিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সরদার আব্দুর রউপ। অপরদিকে আনারস প্রতীক নিয়ে নতুন মুখের (বিএনপি সমর্থিত) স্বতন্ত্র প্রার্থী হিসাবে কলারোয়া উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক প্রার্থী হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন বিবেচনায় দল মতের উর্ধে থেকে যোগ্য প্রার্থী হিসাবে ভিপি মোরশেদের নাম খুব জোরে সোরেই শুনা যাচ্ছে।
অপর দিকে বিশ্বস্ত সুত্রে শোনা যাচ্ছে, জনপ্রিয়তার দিক থেকে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সরদার আব্দুর রউপের।
আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক নতুন প্রার্থী হিসাবে কত ভোট পাবেন তা সহজে অনুমেও নয়।
২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দের পর থেকে চলছে প্রচারনার কাজ। ব্যানার, পোস্টার , লিফলেটে ভরে গেছে কেরালকাতা ইউনিয়নের সমস্ত রাস্তা, বাজার ও অলিগলি। সেই সাথে পাল্লা দিয়ে চলছে বিভিন্ন প্রার্থীদের প্রচার মাইকও।
ইতোমধ্যে কেরালকাতা ইউনিয়নের নৌকা প্রতীককে বিজয়ী করতে প্রচারনা নেমেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]