কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ'লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান।
সভায় অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ, কলারোয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এ্যাডঃ আশরাফুল আলম বাবু, আ'লীগ নেতা ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য ওসমান গণি, ইউপি সদস্য মিজানুর রহমান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, ওয়াদুদ, রহিমা খাতুনসহ ইউনিয়ন আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন আ'লীগ নেতা জাহাঙ্গীর আলম লিটন।
'শোকের মাসে' সভায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে আগামী ১৫ আগস্ট 'বঙ্গবন্ধু'র শাহাদাৎ বার্ষিকী (শোক দিবস) পালন করার লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজ আয়োজনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]