কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের জন্য ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। জানুয়ারী হতে মার্চ পর্যন্ত মাসিক ৩০ কেজি করে মোট ৩ মাসের জন্য ৯০ কেজি চাউল পাচ্ছেন ২৩৩ জন হতদরিদ্র জনগোষ্ঠীর প্রত্যেকে।
মঙ্গলবার (১৬ মার্চ) ভিজিডির চাউল বিতরণের পূর্বে
উদ্বোধনী বক্তব্যে রাখছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন -দরিদ্রবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পরিবারের জন্য সাহায্য হিসাবে এই ৩০ কেজি করে চাউল প্রদান করেছেন। আমি মনে করি এটা অনেক বড় সাপোর্ট একটি দরিদ্র পরিবারের জন্য। ভাতাভোগীদের উদ্দেশ্যে ভিপি মোরশেদ আরো বলেন এই কার্ডের চাউল গ্রহনের জন্য আপনারা আমাকে এবং কোন ইউপি সদস্যদের একটি টাকাও দিবেন না। যদি কেহ দাবি করেন সেটা আমাকে জানাবেন।
চাউল প্রদানের সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও এই প্রকল্পের ট্যাগ অফিসার রবিশংকর দেওয়ান, কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব আসাদুল ফারুক, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওসমান গনি , আব্দুল অদুদ, সাইফুল ইসলাম , মিজানুর রহমান, জিয়ারুল ইসলাম আব্দুর রশিদ , সাবিনা ইয়াসমিন, নুরজাহান, ও হিরা প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]