কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮আগস্ট) বিকাল ৪টার দিকে স্থানীয় কাজিরহাট বাজারের সাবেক রহিমা ক্লিনিকের দ্বিতীয় তলায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা বিআরডিবির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক তবিবর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মাস্টার আমিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মাস্টার আব্দুস সামাদ , শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল আলিম, শ্রম বিষয়ক সম্পাদক আবুসার রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইশার আলী, প্রচার সম্পাদক ইদ্রিস আলী ইদু, উপদেষ্টা লুৎফর রহমান মাস্টার, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, সিংগা বাজার কমিটির সেক্রেটারি ও যুবনেতা মোতাহার হোসেন সুপার, সাবেক সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ ।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম ও কেরালকাতা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে স্ব স্ব ওয়ার্ডে ১৫ আগস্টের সকল অনুষ্ঠান পালিত হবে বলে ৮ আগস্টের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]