কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৩৮০টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) এর সহযোগিতায় আজ ইউনিয়নবাসী বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন।
সম্প্রতি কেরালকাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এই পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে ওই ইউনিয়নের ৩,৫,৬নং ওয়ার্ডের ৩৮০টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন ও মিটার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুন) সকালে কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, ইউপি সদস্য-কোহিনুর বেগম, সোনিয়া লায়লা, মনোয়ারা বেগম, মুজিবুর রহমান মজু, শিমুল হোসেন, মোশারফ মোড়ল, মিজানুর রহমান, সাহাজুল সরদার, মোস্তফা কামাল, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ডিটু, মোতাহার রহমান সুপার উপস্থিত হয়ে বিশিদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ওয়াটার টিটমেন্ট প্লান্ট এর কাজ দেখেন এবং ট্যাংকির পানি ছেড়ে দিয়ে প্রাথমিক পর্যায়ে কোন ত্রুটি আছে কি না তা পরিক্ষা করে দেখেন।
উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল বলেন-১কোটি ৮৯ লাখ টাকা ব্যায়ে প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে ৩৮০টি পরিবারের মধ্যে সংযোগ দেয়া হয়েছে। ৩টি ওয়ার্ডে ৫০০ পরিবার এই বিশুদ্ধ পানি পাবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]