কলারোয়ার কয়লায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় জালালাবাদ ফুটবল একাদশকে হারিয়ে নিপুন ফুটবল একাদশ খুলনা ফাইনাল নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৩আগস্ট) বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে কয়লা ফ্রেন্ডস সার্কেল আয়োজিত এ খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কোন দলই গোল করতে না পেরে গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়।
বিরতির পরে খেলার ২ মিনিটের সময় নিপুন ফুটবল একাদশ খুলনার ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন গোল করে দলকে এগিয়ে নেন। পরে ১১ মিনিটের সময় নিপুন ফুটবল একাদশের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ গোল করে দলের ব্যবধান বাড়িয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
খেলাটি পরিচালনা করেন রিয়াজ আহমেদ। তাকে সহযোগিতা করেন মোস্তাফিজুর রহমান মাজেদ ও টিটু।
ধারাবিবরণীতে ছিলেন বিকাশ মন্ডল।
অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, মাসুদ রানা, আশরাফুল, আরিজুল, মিঠু, আলফাজ প্রমুখ।
শুক্রবার (১৪আগস্ট) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনালে কলারোয়ার ওফাপুর ফুটবল একাদশ বনাম জুয়েল খাচাঘর খুলনা পরস্পর মেকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]