কলারোয়ার কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
শনিবার (১৮জুলাই) তিনি ওই পরিদর্শনে যান।
জানা গেছে, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর, হিজলদী ও বয়ারডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গিয়ে খাতাপত্র, মজুদ ঔষধ, সার্বিক পরিবেশ অবলোকন করে সার্বিক সন্তোষ প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ এই কর্মকর্তা।
পরিদর্শনকালে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়া বলেন, ‘করোনকালেও প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে অক্লান্ত কাজ করে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি’রা। সিসি (ক্লিনিক) থেকে করোনা ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে। রোগিদের মাঝে সরকার প্রদত্ত ঔষধ বিতরণ করা হচ্ছে।’
ক্লিনিকগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ আই) নজরুল ইসলাম, উপজেলা সিএইচসিপি পরিষদের সভাপতি ও কাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবুল কালাম আজাদ, হিজলদী কাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শেফালী খাতুন, বয়ারডাঙ্গা কাদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আলিম হোসেন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]