কলারোয়ায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মারপিটে ৪জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার সকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আম গাছ থেকে আম পাড়েন ওই গ্রামের ভ্যান চালক খলিলুর রহমানের ছেলে নয়ন কবির (১৮)। পরে ওই স্কুলের পরিত্যক্ত রুমের আশ্রায়ে থাকা হানিফ ও তার স্ত্রী হালিমা খাতুন আম পাড়া নিয়ে নয়ন হোসেনকে গালমন্দ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে নয়ন হোসেনের মা মুসলিমা খাতুন (৫০), বোন সপ্না খাতুন (২০) ও ভাবি সাদিয়া খাতুন (২৬) এঘটনার প্রতিবাদ করাতে তারা মারপিটের শিকার হন।
এঘটনায় ভ্যান চালক খলিলুর রহমান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]