কলারোয়ার গয়ড়া বাজারের কমিটি গঠন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের মাছপট্টি সংলগ্ন চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতি রোধ, উন্নয়ন সমুন্নত রাখা ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। একই সাথে প্রতিটি ব্যবসা সেক্টরের দু’জন করে প্রতিনিধি নিয়ে অচিরেই আবারো সভা করে পরবর্তী বাজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, ব্যবসায়ী ও সাংবাদিক এমএ মাসুদ রানা, ইউপি সদস্য হেলাল আনছারী, শাহিনুর রহমান, আবু জাফর, ডাবলু রহমান, নিজামুদ্দিন ইসলাম মন্টু, ব্যবসায়ী বায়েজিদ হোসেন, ডা. ইসাহাক আলী, কবিরুল ইসলাম খোকন, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ।
সভা পরিচালনা করেন ইউপি সদস্য ফারুক আনছারী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]