কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে গয়ড়া বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যর দাম বেড়ে যাওয়া বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
এসময় তার সহযোগিতা করেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, কলারোয়া থানা পুলিশের এএসআই মোঃ নাসির উদ্দীন ও এএসআই মোঃ আনোয়ার হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নান।
চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কামাল উদ্দিন , সাংবাদিক এস এম ফারুক হোসেন, ইউপি সদস্য শাহানুর, বাজার কমিটির নেতৃবৃন্দ গ্রাম পুলিশ আনসার সহ গণ্যমান্যব্যক্তিবর্গ।
৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গয়ড়া বাজারে মনিটরিং সময় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত চলাকালে মেসার্স আখি এন্টারপ্রাইজ ফিরোজকে মুল্য তালিকায় পণ্যের মুল্য না থাকায় দুই হাজার টাকা, রুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবিকে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী প্রত্যেক দোকানীকে বাজার মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
অপর অপরদিকে চারজন পোলট্রি ব্যবসায়ী গয়ড়া বাজারে সরকারি চান্নিতে অবৈধ ভাবে দেয়াল দেওয়ায় চার পোল্টি মাংস ব্যবসায়ী নিজ নিজ দায়িত্বে চান্নি উন্মুক্ত করে ব্যবসা কার্যক্রম চালাবেন বলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী মহোদয়ের সাথে মৌখিক ভাবে অঙ্গীকার করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]