কলারোয়ার চন্দনপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে আজগার মোল্যা মেমোরিয়াল উন্নয়ন সংস্থা।
বৃহষ্পতিবার বিকালে স্থানীয় গয়ড়া বাজারস্থ চন্দনপুর হাইস্কুল চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চন্দনপুর ও শার্শার কায়বা সীমান্তবর্তী এলাকার ৬০জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, ঔষধ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি গোলাম রহমান।
প্রধান অতিথি ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মন্ডল, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, আব্দুল হামিদ, মাস্টার ওহিদুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাওলানা আক্তার ফারুক।
উপকারভোগী নারী-পুরুষ ছাড়াও সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]