কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব ইদ্রিস আলী খাঁ ইন্তেকাল করেছেন।
শনিবার (৮মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ওই ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের নিজবাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি পুত্র, ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার (৯মে) সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শওকত আলী খাঁ, হারুনর রশীদ, মরহুমের ছোট ভাই মাস্টার দাউদ আলী, মরহুমের ছেলে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকসহ অসংখ্য মুসল্লি।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]