কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের নতুন গভর্নিং বডি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ওই কমিটির প্রথম সভা স্বাস্থ্যবিধি মেনে সোমবার দুপুরে কলেজের অফিসরুমে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়- ‘করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও অনলাইনে ভার্চুয়াল ক্লাস, শিক্ষকদের ইএফটি, শিক্ষার্থীদের ভর্তি, উপবৃত্তিসহ নানান অনলাইনকেন্দ্রিক কাজ সম্পাদন করতে হচ্ছে। ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও কলেজের লাইব্রেরি সংষ্কার, সম্প্রসারণ, কলেজ ক্যাম্পাসে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, ফুলের বাগান, বনজ ও ঔষধী গাছ রোপন, অভ্যন্তরীণ উন্নয়নমলূক বিভিন্ন কাজ এগিয়ে চলেছে। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ার পর প্রথম অভিষেক সভায় এগুলো তুলে ধরা হয়। একই সাথে আগামিতে কলেজের সার্বিক উন্নতিকল্পে সিদ্ধান্ত নেয়া হয়।’
প্রতিষ্ঠানটির গর্ভনিং বডি’র (জিবি) সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ঢাকা থেকে সভায় ভার্চুয়ালী অংশ নেন ও সভাপতিত্ব করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর, হিতৈষী সদস্য সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী ও দ্যুৎসাহী সদস্য কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা। অপর দ্যুৎসাহী সদস্য বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক রবিউল ইসলাম ভার্চুয়ালী অংশ নেন।
এসময় বিশিষ্ট ইসলামী লেখক-বক্তা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, কলেজের শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]