কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে মরহুম প্রফেসর মুসা আনছারী স্মরণে ‘মুসা আনছারী স্মৃতি পাঠাগার’ স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে মুসা আনছারীর ছেলে বিকাশ সৌউদ (জর্জ)এর অর্থায়নে কলেজের একটি রুমে এই পাঠাগার স্থাপন করা হয়।
পাঠাগার স্থাপনের পর কলেজ অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম’-এর আওতায় ছাত্রীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুস্তম আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজ গভর্নিং বডির সদস্য ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিকাশ সৌউদ (জর্জ), স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ডালিম হোসেন, এ্যাড. কামাল রেজা, সহকারী অধ্যাপক মো. হামিদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ন কবীর সহ কলেজের শিক্ষকমন্ডলী।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- জ্যেষ্ঠ প্রভাষক মো. সাঈদ হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]