কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কলেজটি।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত।
সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন, মোঃ কামরুল হাসান, জামিল আক্তার, আঃ রাজ্জাক প্রমূখ।
আলোচনা শেষে জাতির সূর্য সন্তানদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]