বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়ার চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ-নাথ ও আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন কাহিনী তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
একই সাথে সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত নিরাপদ খাদ্য ও পুষ্টি শীর্ষক কর্মসূচির আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী।
এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, চন্দনপুর দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]