কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বাজারে সীমান্ত সম্প্রতি সংঘের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
২৫ মার্চ (শুক্রবার) স্থানীয় ৬ ইমাম ও ৫ মুয়াজ্জিনের এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- মাওলানা মোঃ আসাদুজ্জামান, মুয়াজ্জিন মোজাম্মেল হক, (কাদপুর কেঃ জামে মসজিদ), মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ইসলাম, মুয়াজ্জিন আমিরুল, (কাঃ উঃ পঃপাড়া জামে মসজিদ), হাফেজ এস কে শাহীনূর রহমান, মুয়াজ্জিন আঃ হামিদ, (চান্দুড়িয়া কেঃ জামে মসজিদ), হাফেজ ইয়াসির আরাফাত (গোয়াল পাড়া মাঝের পাড়া জামেমসজিদ), মুয়াজ্জিন কামরুল ইসলাম, (কাঃ উত্তর পঃ পাড়া জামে মসজিদ), ইমাম মাওলানা আঃ আলীম, মুয়াজ্জিন ইমানুর রহমান, (কাঃ পঃ পাড়া জামে মসজিদ), মাওলানা আকবর মাহমুদ, মুয়াজ্জিন আঃ মতিন, (গোয়াল পাড়া দঃ পাড়া জামে মসজিদ)।
মুয়াজ্জিনদের পাঞ্জাবি পাইজামা ও ছাতা সম্মাননা প্রদান করা হয়। এসময় আসন্ন পবিত্র মাহেরমজানের বিষয়ে বিভিন্ন তাৎপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ।
অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন- ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, সীমান্ত সম্প্রতি সংঘের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, সহ সকল উপদেষ্টা ও সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন।
সীমান্ত সম্প্রতি সংঘের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস বক্তব্যে বলেন, সীমান্ত সম্প্রতি সংঘ সমাজে যেন এভাবে গুনীজনদের সন্মানী প্রদান করতে পারে, সমাজের অসহায় মানুষগুলো পাশে থেকে সেবা প্রদান করতে পারে, এবং সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ গুলো যেন সীমান্ত সম্প্রতি সংঘের উপদেষ্টা হয়ে পাশে থেকে সর্ব রকম সহযোগিতা করেন, এমন আশা প্রকাশ করেন এবং সমাজের বিত্ত বানদের এগিয়ে এসে সাহায্য করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন- হাফেজ ইয়াসির আরাফাত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]