কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের মানারঘাটা খালের পুন:খননের কাজ শুরু হয়েছে।
বুধবার (৭এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরার মানাঘাটা নামক স্থান থেকে খাল খননের কাজের উদ্বোধন করেন খুলনা জোনের বিএডিসি প্রকৌশলী জামাল ফারুক।
কলারোয়া উপজেলার জালালাবাদ থেকে শুরু হয়ে শংকরপুর সিংহলালের ভিতর দিয়ে মানাঘাটা হয়ে হাড়কাটা বিলের ভিতর দিয়ে সাতক্ষীরার অন্যতম নদী বেতনা নদীতে মিলিত হয়েছে খালটি।
১৬ লাখ ৬৮ হাজার ২শ টাকা ব্যয়ে খাল পুনঃখননের কাজের দায়িত্ব নিয়েছেন যশোরের ঠিকাদার বিশ্বাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাগর হোসেন।
জালালাবাদ ইউনিয়নবাসীরা জানান, জনগুরুত্বপূর্ণ এ খাল খনন হলে বর্ষা মৌসুমে প্রায় ৫ শতাধিক মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হয়ে লক্ষ লক্ষ টাকা লোকসান হওয়ার হাত থেকে রক্ষা পাবে। দীর্ঘদিন পরে হলেও বর্তমান সরকারের মহতি উদ্যোগে খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়েছে বলে স্বাগত জানান এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী ইবনে সিনা (বিএডিসি), কলারোয়া ক্ষুদ্রসেচ ইউনিটের সহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস অপু, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, জালালাবাদ ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আমজাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মারুফ আহম্মেদ জনি, ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]