কলারোয়ার জয়নগরের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব দিলিপ কুমার ঘোষ জয়নগরের মন্দির পরিদর্শন করেছেন।
জানা গেছে, জয়নগরের কৃষ্ণ পদ ঘোষের ছেলে দিলিপ কুমার ঘোষ সম্প্রতি তিনি উপ সচিব থেকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিবে পদন্নতি পেয়েছেন আর তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর নিজের শৈশবে কাটানো গ্রামের মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গ্রামের প্রাচীন মন্দির গুলো পরিদর্শন করেন। গত (১৫ই এপ্রিল) শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে নিজ বাসভবনে আসেন সেখান থেকে জয়নগরের প্রাচীনতম মন্দির মদন মোহন মন্দির পরিদর্শন করেন, সেখানকার সকল ভক্তদের সাথে মতবিনিময় করেন। সেখান থেকে জয়নগর সার্বজনীন বেলতলা মন্দির পরিদর্শন করেন এবং সেখানকার পুরোহিত সহ মন্দির কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সবশেষে তিনি পরিদর্শনকৃত সকল মন্দিরগুলো সংস্কারের আশ্বাস দেন।
সেখানে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন এর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুলনা মৎস কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, এম বি বি এস ডঃ সুব্রত কুমার ঘোষ, জয়নগর ইউনিয়ন আওয়ামিলিগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, বেগম খালেদাজিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক প্রশান্ত দাস, সরসকাটি দাখিল মাদ্রাসার শিক্ষক রাজু বিশ্বাস, রনজিৎ ঘোষ সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা, মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্ত্তী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]