করোনা ভাইরাস প্রতিরোধে ৫-১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। তারি ধারাবাহিকতায় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কোমলমতি শিশুদের কোভিড-১৯ টিকার কার্যক্রম।
মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ৯টা থেকে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, প্রধান শিক্ষক অসিত মন্ডলের সার্বিক সহযোগিতায়, স্বাস্থ সহকারি সবিতা রাণীর পরিচালনায় কোমল মতি শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঐ বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী পেয়েছে করোনা ভাইরাসের টিকা। উৎসব ও আনন্দ মুখর পরিবেশে চলছে টিকা কার্যক্রম। শিক্ষার্থীদের comirnaty vaccine টিকা দেওয়া হয়েছে। এছাড়াও ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত কাল সোমবার (৩১ অক্টোবর) টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিলো।
জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা আনন্দের সঙ্গেই টিকা নিচ্ছেন। শিশুদের টিকা নিতে পেরে অনেকটাই নিশ্চিন্ত অভিভাবকরা।
শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, দিনের শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং পরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।
অভিভাবকরা জানান, করোনাকালে আমরা শিশুদের নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলাম। এখন তাদের টিকা দেওয়ার ব্যবস্থা হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন তারা।
আরও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক হারুনর রশিদ, বেবি আক্তার, মোস্তাফিজুর রহমান, শুভঙ্কর পাল, অরিত্র রায় প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]