কলারোয়ার জয়নগরে একই রাতে একই পরিবারের ২টি মোটরভ্যান চুরির ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উত্তর জয়নগর মিশনের খোকন মন্ডল (৫০) এর বাড়ি থেকে ২টি মটরভ্যান চুরির ঘটনা ঘটে।
খোকন মন্ডলের ছেলে কৃষ্ণ মন্ডল জানান, গভীর রাতে ভ্যান দুইটি চুরি হয়েছে। সমিতির কিস্তির টাকা দিয়ে পিতা খোকন মন্ডল ও তার ছেলে কৃষ্ণ মন্ডল দুইটি মটরভ্যান কিনেছিলেন, যা ছিলো তাদের উপার্জনের একমাত্র সম্বল। মটরভ্যান দুইটির বাজার মূল্য ৯০হাজার টাকা। উপার্জনের শেষ সম্বল হারিয়ে পিতা ও পুত্র দিশেহারা হয়ে পড়েছে। পরিবারটি কিস্তির টাকা পরিশোধ ও ৬ সদস্যের অভাবের সংসার চালাবেন কিভাবে সেই দুশ্চিন্তার প্রহর গুনছেন। ভিটামাটি টুকু ছাড়া মাঠে কোন ফসলের জমি নেই ঐ পরিবারটির।
এদিকে, ওই এলাকায় চোরের উপদ্রোপ বৃদ্ধি পাওয়ায় অনেকে ভীতির মধ্যে রয়েছেন। চুরিরোধে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]