প্রতি বছর আশ্বিন মাসে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গাপুজা। আর তারই ধারাবাহিকতায় প্রতিমা তৈরীর কাজ পুজার শুরুর ১/২ মাস আগে থেকেই শুরু হয়। সনাতন ধর্মালম্বীদের দেবী দূর্গা মায়ের প্রতিমা তৈরীর শুরু থেকে মনের ভেতরে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রতিমা তৈরীর শুরুতে দেবীর প্রতিমা স্থাপনের জন্য বাঁশ ও সুতা দিয়ে কাঠামো তৈরী করে ভাস্কর। তারপর নাড়া, পল ও সুতা দিয়ে বেঁধে মুর্তির আকৃতি তৈরী করে। পল বিচালির পর কাঁদা মাটি দিয়ে মুর্তির আকৃতি সম্পন্ন শেষে শুকিয়ে শুরু হয় সুক্ষ্ম হাতের রং তুলির কাজ। ভাস্কর তার সুক্ষ্ম হাতে মনের মাধুরি মিশিয়ে রং তুলির আচড়ে দেবীর প্রতিমাতে অবিকল জীবন্ত রুপ স্থাপন করেন।
কলারোয়ার জয়নগরে দুর্গা প্রতিমা তৈরীর কাজ চলমান রয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমক ভাবে দেবীর পুজার প্রস্তুতি চলছে। প্রতিমার ১/২ অংশ কাজ শেষ। চলছে দ্বিতীয়বারের মত মাটির প্রলেপ দেওয়ার কাজ। কোথাও কোথাও রং ও সাজসজ্জার কাজ চলছে। এবছর জয়নগরে ৭টি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ধানদিয়া দাসপাড়া মন্দির, জয়নগর দক্ষিনপাড়া তরুন সংঘ পুজা মন্দির, জয়নগর কর্মকার পাড়া মন্দির, জয়নগর মাতৃ পূজা মন্দির, উত্তর জয়নগর ঋষিপাড়া মন্দির, খোর্দ্দবাটরা সার্বজনীন পুজা মন্দির ও ক্ষেত্রপাড়া সার্বজনীন পুজা মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয়া দূর্গাপুজা। আর তারই প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]