কলারোয়ার জয়নগরে অবৈধ ভাবে বসত বাড়ীর মধ্যে দোকান ঘর নির্মান করায় স্থানীয় প্রশাসন সেটি ভেঙ্গে দিয়েছে।
জানা গেছে, উপজেলার জয়নগর গ্রামের মোজাম সরদারের ছেলে শফিকুল ইসলাম ভুমিহীন হওয়ায় তার নামে সরকারের পক্ষ থেকে বসত বাড়ীর করার জন্য ১০৪৩ দাগে ২০১৩/২০১৪ সালে ২৭শতক জমি বন্দবস্ত দেয়। সে অনুযায়ী তিনি তার পরিবার পরিজন নিয়ে ওই জমিতে বসত ঘর বেধে বসবাস করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত সোনাই দপ্তারীর ছেলে নুরু দপ্তারী অবৈধ ভাবে তাদের বসত বাড়ীর কিছু অংশ ও বন্দবস্তকৃত জমি দখল করে দোকান ঘর নির্মান করে তার পরিবারকে হয়রানী করে আসছে।
এঘটনায় শফিকুল ইসলাম লিখিত ভাবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরে গত ২৩ ফেব্রুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এদিকে, স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে অবশেষে কলারোয়া থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন ভুমিহীন শফিকুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।
থানা সুত্রে জানা গেছে, ভুমিহীন শফিকুল ইসলামের বিষয়টি নিয়ে থানায় একটি ডায়েরী (নং-১৩৪৮) হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]