কলারোয়ার জয়নগর ইউনিয়নের ভূমিহীন উপকার ভোগীদের বাসগৃহ নির্মাণ প্রকল্পের প্রাথমিক যাচাই-বাছাই করণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।
তারা বলেন, ‘যোগ্য ব্যক্তিরা পাবেন সরকারি বাসগৃহ। প্রকৃত অর্থে যাদের মাথাগোজার ঠাই নেই এবং ভূমিহীন, তারাই পাবেন বাসগৃহ। বাসগৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে, তবে যাচাই-বাছাই চুড়ান্ত হলেই চুড়ান্ত নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব হাবিব রহমান, ইউপি সদস্য জয়দেব সাহা, ইউপি সদস্য বজলুর রহমান, ইউপি সদস্য রওশন আলী খাঁ, ইউপি সদস্য খালিদ হাসান টিটু, ইউপি সদস্য ইমাদুল হক, ইউপি সদস্য আমিরুল ইসলাম, মিজানুর রহমান মোড়ল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]