কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশন মাঠ প্রাঙ্গনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠান জয়নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে স্ব-স্ব কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১মার্চ) বিকাল ৩টায় ধানদিয়া মিশন মাঠ প্রাঙ্গনে ইউপি সদস্য রওশন আলী খাঁর সভাপতিত্বে ও ম্যানুয়েল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান।
বক্তারা মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের তাৎপর্য সম্পর্কে জানার জন্য আহ্বান জানান।
তারা বলেন, মুক্তিযুদ্ধে বীর যোদ্ধাদের আত্মত্যাগের কথা বাঙ্গালী জাতির হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি জোসেফ, বীর মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল, বীর মুক্তিযোদ্ধা শাহাজান মোড়ল, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল, ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান রেখা আলমগীর, ইউপি সচিব হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক হারুনর রশিদ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]